দৈনিকবার্তা-ঢাকা, ৭ এপ্রিল: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনে যে যুক্তিতর্ক উপস্থাপন করেছি তা খণ্ডন না করে এবং পূর্ণাঙ্গ রায় ছাড়া ফাঁসি দণ্ড কার্যকর করা উচিত হবে না। মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে এ তিনি সাংবাদিকদের এ কথা বলেন।তিনি বলেন, রিভিউ আবেদনের শুনানিতে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করেছি। তা খণ্ডনের বিষয়টি জানতে হবে। আর এ জন্য পূর্ণাঙ্গ রায় ছাড়া দণ্ড কার্যকর উচিত হবে না।
রায় পুনর্বিবেচনা খারিজের সংক্ষিপ্ত আদেশে জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন, ওদের পক্ষে সব সম্ভব। ২০১৩ সালের ৯ই মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এরপর তিনি আপিল করলে গত বছরের ৩ নভেম্বর সংক্ষিপ্ত আকারে রায় দেন আপিল বিভাগ। রায়ে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ১৮ ফেব্র“য়ারি প্রকাশিত হয়। আপিল বিভাগের রায় অনুসারে গত ৫ই মার্চ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন আসামিপক্ষ। রোববার এ আবেদনের শুনানি শেষে সোমবারের চূড়ান্ত রায়ে তা খারিজ করে দেয় আপিল বিভাগ।
মুহাম্মদ কামারুজ্জামানজামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের অনুলিপি এখনো পাননি তাঁর আইনজীবীরা। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির এ কথা জানান।
রায় পুনর্বিবেচনা (রিভিউ) কামারুজ্জামানের করা আবেদন সোমবার আপিল বিভাগ খারিজ করে দেন। আপিল বিভাগের এ রায় ঘোষণার মধ্য দিয়ে কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা বিচারের সর্বশেষ ধাপ পার হয়েছে। এখন শুধু তাঁর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ আছে।কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না-জানতে চাইলে শিশির মনির বলেন, কামারুজ্জামানের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা গতকাল সাক্ষাৎ করেছেন। বড় ছেলে হাসান ইকবালের মাধ্যমে তিনি জানিয়েছেন, রায়ের কপি পাওয়ার পর তিনি আইনজীবীদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। প্রাণভিক্ষার আবেদন করা হবে কি না-এ বিষয়ে তখন সিদ্ধান্ত নেওয়া হবে।
সকাল ১০টার দিকে কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল জানান, তাঁরাও এখনো কোনো রায়ের কপি পাননি।একাত্তরে শেরপুরের সোহাগপুর গ্রামে ১৪৪ জনকে হত্যা ও নারী নির্যাতনের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছরের ৩ নভেম্বর সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। চলতি বছরের ১৮ ফেব্র“য়ারি আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে ৫ মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। এরপর দুই দফা শুনানি পেছানোর পর গত রোববার আপিল বিভাগে ওই আবেদনের শুনানি হয়। পরে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছিলেন সর্বোচ্চ আদালত। সোমবার সকাল নয়টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আসন নেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। কার্যতালিকার প্রথমে থাকা পুনর্বিবেচনার আবেদনের রায় ঘোষণা করে প্রধান বিচারপতি বলেন, ‘ডিসমিসড (খারিজ)।কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে মঙ্গলবার ও কাল বুধবার সারা দেশে দুই দিনের হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।