DoinikBarta_দৈনিকবার্তা Suronjit

দৈনিকবার্তা- ঢাকা, ০৭ এপ্রিল: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, প্যারিস শহরের সব সুগন্ধী ঢেলে দিলেও খালেদার জিয়ার গায়ে লাশের যে পোড়া গন্ধ লেগেছে তা দূর হবে না। সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।সুরঞ্জিত বলেন, খালেদা জিয়াকে পাপ মোচন ও শাপ মোচনের অপূর্ব সুযোগ করেছেন। এখন তাকে দুটি পথ অবলম্বন করতে হবে। একটি হল জামায়াতকে পরিত্যাগ করতে হবে। অপরটি সহিংসতা পরিহার করে গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হবে। তাহলে জনগণ তাকে গ্রহণ করতেও পারেন। নিজের কারণেই হোক আর শত নাগরিকের কারণেই হোক খালেদা জিয়া যে অসুস্থ রাজনীতি পরিহার করেছেন এটা শুভ লক্ষণ। যদিও তার ধ্বংসাত্মক রাজনীতির কারণে ৪ হাজার কোটি টাকা ইতিমধ্যে ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের বড় বড় মন্ত্রীদের আরেকটু বাক সংযমী হতে হবে। কারন আমাদের নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।জামায়াত নেতা কামারুজ্জামানের রায়ের বিষয়ে তিনি বলেন, অনেক দেরিতে হলেও তার রিভিউ পিটিশন খরিজ হয়েছে। তবে এই দেরির কারণ আমার বোধগম্য নয়।তিনি আরো বলেন, রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করতে পারবেন এটা সংবিধানের কোথাও লেখা নেই। তিনি কেবল সেই সব অপরাধীকে ক্ষমা করতে পারেন, যেটা তিনি মনে করবেন আদালত তার প্রতি সুবিচার করেনি।গ্রাম্য ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সাম্যবাদি দলের নেতা হারুন চৌধুরী, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।