দৈনিকবার্তা-খাগড়াছড়ি, ৭ এপ্রিল: খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সোমবার দিবাগত গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে । আটক মোঃ সৈয়দ আলী(২৬)কে মঙ্গলবার সকালে পুলিশ খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে প্রেরন করে বিজ্ঞ আদালত । আটককৃত শরীর তল্লাসী করার সময় ১টি ৯এমএম বোরের চায়না পিস্তল ও ৩রাউন্ড গুলি উদ্ধার করা হয় ।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর পিকআপ’র টহলদল ময়ুরখীল এলাকায় পৌঁছলে ঐ এলাকার বাসিন্দা মোঃ আব্দুল খালেক এর মেজো ছেলে সৈয়দ আলী মদ্যপ অবস্থায় গাড়ির সামনে আসলে সেনা সদস্যরা ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায় তার শরীর তল্লাসী করলে ১টি ৯এমএম বোরের চায়না পিস্তল ও ৩রাউন্ড গুলি পাওয়া যায় । রাতেই টহল দলের কমান্ডার ক্যাপ্টেন মোঃ জাওয়াদ আটক সৈয়দ আলী ও আগ্নেয়াস্ত্রসহ গুলি লক্ষ্মীছড়ি থানায় সোপর্দ করলে পুলিশ একটি অস্ত্র আইনে মামলা রুজু করে ।লক্ষ্মীছড়ি থানার এসআই মোঃ রমজান আলী জানান, আসামী অস্ত্র ও গুলি মঙ্গলবার সকালেই পাঠানো হয়েছে । এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা রেকর্ড করা হয় । যার নম্বর-০১/১৫, তাং ০৭/০৪০২০১৫ইং । লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে.কর্ণেল বাতেন জানান, পাহাড়ে সন্ত্রাস নির্মূলে সেনাবাহিনী নিখুতভাবে কাজ করছে । এ অভিযানের সামনে যেই কোন সম্প্রদানের পড়–ক কাওকেই রেহাই দেয়া হবে না ।