দৈনিকবার্তা-ঢাকা, ৭ এপ্রিল: একাদশ বিশ্বকাপে মাশরাফি বাহিনী দুর্দন্ত পারফর্ম করেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। প্রথমবারের মতো বাংলাদেশ দল উঠেছিল কোয়ার্টার ফাইনালে। যদিও বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের পর মেলবোর্নে সাংবাদিকদের সঙ্গে ‘সেরা একাদশ’ মাঠে নামাতে পারেননি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেরা একাদশ মাঠে নামাতে পারলে বাংলাদেশ আরও ভালো করত বলে ওই সময় মন্তব্য করেছিলেন বাংলাদেশ দলের শ্রীলংকান কোচ।
বিশ্বকাপ শেষে মাশরাফিরা এবার পাকিস্তান মিশন শুরু করতে যাচ্ছেন। বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়াতেই ছুটি কাটাচ্ছেন কোচ হাথুরুসিংহে। সেখান থেকেই এসে মাশরাফিদের দায়িত্ব নেবেন খুব শিগগিরই। এতদিন তার এই মন্তব্যের বিষয়ে চুপ-চাপ থাকলেও এবার কোচ হাথুরুসিংহের ওপর বিসিবির আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনলেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এবং সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।
প্রকাশ্য সংবাদ মাধ্যমে কোচের এমন মন্তব্যে ভীষণ চটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ এই কর্মকর্তা। দল সিলেকশন নিয়ে কথা বলায় কোচ বোর্ডের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন বলে মনে করছেন তিনি। অস্ট্রেলিয়ায় অবস্থানরত কোচের সঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের এখনও পর্যন্ত কোনো কথা হয়নি। বিশ্বকাপের দল সিলেকশন নিয়ে কোচের খোলামেলা মন্তব্য প্রসঙ্গে মঙ্গলবার বিসিবি ও ক্রিকেট পরিচালনা বিভাগের অবস্থান ব্যাখ্যা করলনে নাঈমুর রহমান দুর্জয়। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেঢিযামে সাংবাদিকদের এ বিষয়ে দুর্জয় বলেন, ‘দল সিলেকশনের ব্যাপারে উনি েেকাচ) এমন মন্তব্য করে অবশ্যই বোর্ডের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন। কারণ, দল গঠন নিয়ে উনার যদি কোনো কথা থাকত, তাহলে আমাদের এ বিষয়টি শেয়ার করতে পারতেন।
এমনকি বোর্ডের সঙ্গেও কথা বলতে পারতেন। কিন্তু তিনি সেটা না করে, মিডিয়াকে এভাবে জানানো উচিত হয়নি। সাবেক ক্রিকেটার হিসেবে বলতে পারি, উনার কোনো খেলোয়াড় পছন্দ-অপছন্দ এ বিষয়টা মোটেও ভালো হয়নি। তাতে দলেরিই ক্ষতি হয়।
সংবাদ মাধ্যমের সামনে হাথুরুসিংহের মন্তব্য সম্পর্কে বিবিসির পক্ষ থেকে কোচের কাছে ব্যাখা চেয়ে চিঠিও পাঠানো হয়েছে। এ বিষয়ে নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘কোচ যখন সংবাদ মাধ্যমের কাছে খোলাখুলি কথা বলেছেন, তখন বোর্ডের কাছে আমি নিজের অবজারভেশন জমা দিয়েছি। এখন বোর্ড তাকে চিঠি দেবে কি দেবে না এটা তাদের ব্যাপার। তবে জেনেছি, সিইওর পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠি তিনি পেয়েছেন কি না আমার এ বিষয়টি এখনও জানা নেই।জাতীয় দল যখন গঠন করা হয় তখন কোচ এবং নির্বাচকদের মতামতকে গুরুত্বসহকারে বিবেচনা করা হয় বলে জানান নাঈমুর রহমান দুর্জয়। এরপর বিসিবি সভাপতি এ দলটা অনুমোদন দেন। তাই দল গঠন নিয়ে যখন কোচ কথা বললেন, তখন তো নির্বাচক ও পুরো বোর্ডের বিরুদ্ধে কথা বলা হিসেবে দেখছেন দুর্জয়, তিনজন সাবেক অধিনায়ক নিয়ে নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। তাদের মতামতকে বিশ্বকাপ দল গড়ার সময় নেয়া হয়েছে। তাই সিলেকশন নিয়ে কোচের এমন মন্তব্য তো পুরো বোর্ডের বিরুদ্ধে যায় বলেই আমার কাছে মনে হয়েছে।