দৈনিকবার্তা-ঢাকা, ৭ এপ্রিল: রাজশাহীতে বিমান দুর্ঘটনার এক সপ্তাহের মাথায় এবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়েছে একটি সামরিক প্রশিক্ষণ উড়োজাহাজ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরামর্শক গ্রুপ ক্যাপ্টেন এইচ এম আকতার খান জানান, মঙ্গলবার বিকাল সোয়া ৪টায় অবতরণের সময় উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে।নামার সময় বিমান বাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজটির নোজ-হুইল ভেঙে যায়। তবে এতে কেউ হতাহত হননি।
এ দুর্ঘটনার কারণে শাহজালালের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে বলে বিমানবন্দরের এক কর্মকর্তা জানান।তিনি বলেন, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি সরিয়ে নেওয়ার পর রানওয়ে আবার চালু হয়। এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করা হলে দায়িত্বরত একজন কর্মকর্তা বলেন, তিারা বিষয়টি শুনলেও বিস্তারিত তথ্য পাননি।এর আগে গত ১ এপ্রিল রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরের রানওয়েতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক নারী বৈমানিকের মৃত্যু হয়, আহত হন প্রশিক্ষক।