DoinikBarta_দৈনিকবার্তা-03520150407121612

দৈনিকবার্তা-ঢাকা, ৭ এপ্রিল: সৌদি নেতৃত্বাধীন আরবজোটের বিমান হামলা চালানোর পর এক লাখেরও বেশি ইয়েমেনি জনগণ দেশ ছেড়ে পালিয়েছে।জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।ইউনিসেফের মুখপাত্র রাজাত মাধক বার্তা সংস্থা আল জাজিরাকে বলেন, যেসব ইয়েমেনি নাগরিক গৃহহীন হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।তিনি বলেন, ‘আল ধালে, আবেইন, আমরান , সাদা, হাজ্জা এলাকা থেকেই অধিকাংশ বাস্তুহারার ঘটনা ঘটেছে। এসব গৃহহীনদের অনেকে তাদের স্বজনদের কাছে আশ্রয় নিয়েছেন। ইউনিসেফ জানিয়েছে, গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া যুদ্ধে ৭৪শিশু নিহত হয়েছে এবং আরো ৪৪জন পগু হয়ে গেছে।বিবৃতিতে বলা হয়, এই সংখ্যা খুবই পরিমিত এবং ইউনিসেফ বিশ্বাস করে শিশুদের মৃত্যুর প্রকৃত সংখ্যা এর চাইতেও বেশি। ইউনিসেফের ইয়েমেনে প্রতিনিধি জুলিয়ান হারনিস বলেন, শিশুদের অসহনীয় মূল্য দিতে হচ্ছে এবং তাদের রক্ষায় আরো পদক্ষেপ নেয়া উচিৎ।প্রসঙ্গত, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে গত ২৬ মার্চ থেকে বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন আরবজোট।