DoinikBarta_দৈনিকবার্তা বাংলাদেশ-ব্যাংক

দৈনিকবার্তা- ঢাকা, ০৭ এপ্রিল: আন্তঃব্যাংক লেনদেন তাৎক্ষণিক সম্পন্ন করতে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) নামের প্রযুিক্তগত সেবা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল একটি সার্কুলার জারি করে এ বিষয়ে একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ৮ অক্টোবর থেকে আরটিজিএস ব্যবস্থা পুরোদমে চালু করা হবে।ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে আরটিজিএস বাস্তবায়নে ব্যাংকগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রয়োজনে আগামী ৩০ জুনের মধ্যে ভেন্ডার নিয়োগ করতে হবে।আগামী ১৭ আগস্টের মধ্যে প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ শেষ করতে হবে। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষামূলক ব্যবহার শুরু করতে হবে।কেন্দ্রিয় ব্যাংক বলছে, আরটিজিএস ব্যবস্থা চালু হলে দেশে আন্তঃব্য্ংক লেনদেনে নতুন মাত্রা সংযোজিত হবে, এর মাধ্যমে ঝুকিঁ ভিত্তিক লেনদেন কমবে এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়া সম্ভব হবে।স্থানীয় মুদ্রায় লেনদেনের পাশাপাশি এ ব্যবস্থায় দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার লেনদেন সম্পন্ন করা যাবে।