দৈনিকবার্তা-যশোর, ০৬ এপ্রিল: অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক হওয়া আট বাংলাদেশি নারী-পুরুষকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে আটকব্যক্তিদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়া হয়। ফেরত আসা বাংলাদেশিরা হলেন- চাঁদপুরের নারায়ণ চক্রবর্তীর ছেলে কাউছার (৩০), ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল আলিমের ছেলে জসিম উদ্দিন (৩৪), সাতক্ষীরার আনসার আলীর ছেলে আবুল কালাম (৩০), সুনামগরে মতলেবের ছেলে গোলাম কিবরিয়া (৩২), আব্দুল কাছিদের ছেলে জামাল উদ্দিন (৩৩), হাজী আব্দুল মান্নাফের ছেলে বসীর মিয়া (৩২); আবুল হাসানের ছেলে সমাজ মিয়া (৩৭) ও রাজশাহীর সাবির সরদারের মেয়ে শাহানারা বেগম (৩৫)।
এর আগে, ভারতে আটক হওয়া বাংলাদেশি তালিকাভুক্ত সন্ত্রাসীদের বন্দি বিনিময় চুক্তিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু, এই প্রথম এ চুক্তিতে সাধারণ অপরাধীকে এ পথে ফেরত আনা হলো।ইমিগ্রেশন পুলিশ জানায়, বন্দি বিনিময় চুক্তিতে আট বাংলাদেশি নারী-পুরুষ দেশে ফেরত আসে। তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।দালালচক্র ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই বছর আগে তাদের সীমান্তের চোরাই পথে ভারতের জম্মু প্রদেশে নিয়ে যায়। পরবর্তীতে তাদের সেখানে ফেলে পালিয়ে আসে তারা। অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতে পাঠালে দুই বছর করে কারাদন্ড দেওয়া হয়।ইতোমধ্যে তারা সেখানকার জম্মু আমতলা কারাগারে সাজার মেয়াদ দেড় বছর পার করেছে। বন্দি বিনিময় চুক্তিতে সাজার বাকি সময় বাংলাদেশের কারাগারে কাটানোর পর তারা মুক্তি পাবে। বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফিরোজ জানান, ফেরত আসা বাংলাদেশিদের সোমবার দুপুরে বেনাপোল পোর্ট থানা থেকে যশোর কারাগারে পাঠানো হয়।