DoinikBarta_দৈনিকবার্তা nasim

দৈনিকবার্তা-ঢাকা, ০৬ এপ্রিল: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের মানুষের স্বাস্থ্য রক্ষা ও উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি কর্মকর্তা ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।তিনি বলেন, স্বাস্থ্য উন্নয়ন কেবল স্বাস্থ্য বিভাগের বিষয় নয়। স্বাস্থ্য রক্ষা ও উন্নয়নে সকল সেক্টর, বিভাগ, সাংবাদিক, সকল পৌরকর্মী, বেসরকারি সংস্থা, অবসরপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মীবৃন্দ, সিভিল সোসাইটি, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তথা সকলকে এগিয়ে এসে সরকারকে সহযোগিতা করতে হবে।স্বাস্থ্যমন্ত্রী সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহবান জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।প্রতিবছরই একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যাকে চিহ্নিত করে সে বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি, সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সার্বজনীন সমর্থন অর্জনই দিবসটি পালনের মূল উদ্দেশ্য। এ বছরের দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘নিরাপদ পুষ্টিকর খাবার- সুস্থ জীবনের অঙ্গীকার।

মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎসকদেরকে গ্রামে থেকে মানুষকে চিকিৎসা প্রদানে উৎসাহিত করতে সরকার নিরলস প্রয়াস চালাচ্ছে।স্বাস্থ্যখাতে কোনো রকম দুর্নীতি বা অনিয়ম রোধে আমরা বদ্ধপরিকর। যখনই কোনো অনিয়মের অভিযোগ উঠে তখনই দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান সংরক্ষণের ক্ষেত্রে হাসপাতালগুলোর সামনে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। হাসপাতাল প্রাঙ্গনে সৌন্দর্যবর্ধনে ইতোমধ্যে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়েছে। এব্যাপারে সরকারের তৎপরতা অব্যাহত আছে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে খাদ্য ভেজালে ফরমালিন ও কার্বাইড ব্যবহৃত হচ্ছে। খাদ্যে রাসায়নিক দ্রব্যের মাত্রাতিরিক্ত ব্যবহারে ক্যান্সার ও কিডনি নষ্টসহ মৃত্যুর আশংকা থাকে। দেশের জনগণের খাদ্য নিরাপত্তায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অন্যান্য উন্নয়ন সহযোগীদেরকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে।সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো.নুরুল হক,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।