Gazipur-(2)- 06 April 2015-Two dead body recovered-1

দৈনিকবার্তা-গাজীপুর, ৬ এপ্রিল: গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে ধলিপুকুরের পাশে গজারীবন থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় জানা যায় নি।জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলাম জানান, এলাকাবাসির সংবাদের ভিত্তিতে সোমবার সকালে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে ৬ নং গেট থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে ধলিপুকুরের পাশে গজারীবন থেকে দুই ছেলে শিশুর লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতদের মধ্যে একজনের বয়স অনুমানিক সাত বছর। পড়নে কালো রংয়ের ফুল প্যান্ট ও লাল-সবুজ-কালো রংয়ের গেঞ্জি রয়েছে। অপর শিশুর বয়স আনুমানিক পাঁচ বছর। তার পড়নে এ্যাশ কালারে ফুল প্যান্ট এবং কমলা রংয়ের গেঞ্জি রয়েছে। ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই দু’শিশুকে শ্বাসরোধ করে হত্যা করার পর লাশ গজারী বনে ফেলে রেখে গেছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।Gazipur-(2)- 06 April 2015-Two dead body recovered-2