দৈনিকবার্তা- নোয়াখালী, ০৬ এপ্রিল: নোয়াখালী জেলা শহর মাইজদীর মফিজ প্লাজা এলাকায় শিবির ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অজ্ঞাত (২৩) এক যুবক নিহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ দু’জনকে আটক করেছে। সোমবার দুপুর ২টার দিকে জেলা শহর শিবিরের অফিস সম্পাদক মো. এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আর আহতরা হচ্ছেন- সদর উপজেলা একাব্বরপুর গ্রামের নুরুল কাদের ছেলে রাছেল (২৪) ও শহরের মাইজদী বাজার এলাকার আবু তাহেরের ছেলে মো. রাকিব (২০)।নিহত ওমর ফারুক চৌধুরী (২৩) নোয়াখালীর সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের নুরুল আলমের ছেলে। সে নোয়াখালী পৌরসভা ৪নং ওয়ার্ড শিবিরের উপ-কমিটির সভাপতি ও শিবিরের সাথী। ওমর ফারুক নোয়াখালী পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন নিহতের পরিচয় নিশ্চিত করে জানান, ময়না তদন্ত শেষে নিহতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাইজদীর সিনেমাহল এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি শহরের মফিজ প্লাজার সামনে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মাথায় আঘাত লেগে ওমর ফারুক নিহত হয়।জানা গেছে, জামায়াত নেতা কামরুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে শহরের মফিজ প্লাজা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি শহরের মফিজ প্লাজার সামনে আসলে পুলিশ তাতে বাঁধা দেয়। এসময় শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সাড়ে ১১টার দিকে শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে সড়কের পাশের ড্রেনে পড়ে এক শিবির কর্মীর মাথা পেটে এবং শিবিরের গুলিতে দু’শিবির কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়।পুলিশ তাদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মাথায় আঘাত প্রাপ্ত ওই শিবির কর্মীর মৃত্যু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলির ফাঁকা শব্দ করেছে। আহত দুই শিবির কর্মী আটক রয়েছে।নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদ উদ্দিন জানান, নিহত যুবকের মাথায় আঘাতের চিহৃ রয়েছে। তবে ময়না তদন্ত ছাড়া আঘাতের চিহৃটি নির্ণয় করা যাবেনা। গুলিবিদ্ধ অবস্থায় রাকিব নামের একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।