Kader-Siddiki-bg20131018104036

দৈনিকবার্তা-ঢাকা, ০৬ এপ্রিল: ৬ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম দেশে শান্তি প্রতিষ্ঠার দাবী নিয়ে সোমবার সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছেন। স্মৃতিসৌধে অবস্থানকালে তার কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করতে আসা ব্যক্তিবর্গের সাথে আলাপকালে তিন মাসেরও বেশী সময় রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের পর আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়ে নিজ বাসায় ফিরে যাওয়ায় বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে তিনি অবিলম্বে অবরোধ প্রত্যাহার করার অনুরোধ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, জাতীয় স্মৃতিসৌধের মতো পবিত্র স্থান থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আবারও দাবী জানাচ্ছি আপনি আলোচনায় বসে অশান্তির হাত থেকে দেশকে রক্ষা করুন।

উল্লেখ্য প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ এবং বিএনপির নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ২৮ জানুয়ারি থেকে মতিঝিলের ফুটপাতে অবস্থান শুরু করেন। ২ এপ্রিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে অবস্থান করেন। শনিবারে নিজগ্রামে মায়ের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে অংশগ্রহণ করে দুইদিন সখিপুরে অবস্থানের পর সোমবার তিনি জাতীয় স্মৃতিসৌধে অবস্থান নেন। বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের জন্য মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে ফিরে সারাদেশ সফর করবেন তিনি।

জাতীয় স্মৃতিসৌধের অবস্থান কর্মসূচীতে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, আইন সম্পাদক এডভোকেট মাহবুব হাসান রানা, কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান, সাভার উপজেলা কমিটির সভাপতি ইউসুফ আলী, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দীপ, যুবনেতা আলী হোসেন মন্ডল, আতিকুর রহমান সাদেক, মাঈনুদ্দিন উজ্জ্বলসহ অর্ধশতাধিক নেতাকর্মী তার সাথে রয়েছেন।