narine_bg_127844553_19571

দৈনিকবার্তা-ঢাকা, ৫ এপ্রিল: সন্দেহজনক বোলিংএ্যাকশনের অভিযোগ থেকে ক্যারিবীয় স্পিনার সুনিল নারাইনকে মুক্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।ফলে স্বস্তি ফিরেছেইন্ডয়ানপ্রিমিয়ার লীগের(আইপিএল) দলকোলকাতা নাইটরাইডার্স (কেকেআর) শিবিরে।আইসিসি অনুমোদিত চেন্নাইয়ের এসআরআমসি ল্যাবরেটরীতে পরীক্ষার পর সন্দেহজনক বোলিং এ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি পান তিনি। এর ফলে ক্যারিবীয় এই স্পিনার আসন্ন ২০১৫ সালের আইপিএলে কোলকাতা নাইটরাইডার্সের হয়ে অংশ নিতে পারবেন।

এর আগে নারাইনকে আইপিএলে খেলার অনুমতি দেয়া না হলে টুর্ণামেন্ট থেকে নিজেদের গুটিয়ে নেয়ার হুমকি দিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন কেকেআর।এস ভেঙ্কটরাঘবন, জাভাগাল শ্রীনাথ ও এভি জয়প্রকাশকে নিয়ে গঠিত বিসিসিআই’র বোলিং রিভিউ কমিটি নারাইনের বোলিং এ্যাকশন ভালভাবে পরীক্ষানিরীক্ষা করার পর তাকে ছাড়পত্র দেয়।

কমিটি বিসিসিআই’র বরাবরে পাঠানো তাদের রিপোর্টে জানিয়েছে আইসিসি’র নির্দেশনা মোতাবেক নারাইনের সবধরনের বোলিং এ্যাকশন পর্যবেক্ষন করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তাকে সন্দেহজনক বোলিং এ্যাকশনের তালিকা থেকে অব্যহতি দেয়া যেতে পারে।বিসিসিআই’র সাধারন সম্পাদক অনুরাগ ঠাকুর বলেন, ‘বিসিসিআই’র কমিটির ছাড়পত্র পেয়ে সুনিল নারাইনকে ফের আইপিএলে দেখতে পাব জেনে আমি খুবই খুশি। এখন আমরা উদ্বোধনী ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছি। আশা করি কোলকাতায় আগামী ৮ এপ্রিল কেকেআর ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি দিয়ে আইপিএলের রোমঞ্চকর সুচনা হবে।