DoinikBarta_দৈনিকবার্তা electricity

দৈনিকবার্তা-ঢাকা, ০৫ এপ্রিল: পল্লী এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং সিস্টেম লস কমাতে বিশ্বব্যাংক সহায়তা করছে।বিশ্বব্যাংক ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ৬০ কোটি মার্কিন ডলার ব্যয়ে ‘পল্লী বিদ্যুৎ সংযোগ লাইন এবং বিতরণ ব্যবস্থা শীর্ষক একটি প্রকল্প অনুমোদন করে। এর আওতায় সিস্টেম লস কমানোর জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপন এবং বিদ্যমান লাইনকে আপগ্রেড করা হবে।রাববার বিশ্বব্যাংক আবাসিক কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রকল্পটি বাস্তবায়নে ৩৩/১১ কেভি সাবস্টেশন স্থাপনে ইতোমধ্যে স্থান নির্বাচন করা হয়েছে। এছাড়া সাবস্টেশন স্থাপনে প্রয়োজনীয় কারিগরি যন্ত্রাংশসহ অন্যান্য উপাদান ক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে গ্রামীণ এলাকায় ৪২ শতাংশ বাড়ীতে বিদ্যুৎ সংযোগ রয়েছে। এসব বাড়ীতে প্রায়ই নির্বিঘœ বিদ্যুৎ পেতে ভোগান্তিতে পড়তে হয়।