দৈনিকবার্তা-ফেনী, ০৫ এপ্রিল: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন সম্পূর্ন কর্তৃত্বপূর্ণ থাকবে। গতকাল রোববার দুপুরে সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে ফেনীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ৪০ দিনের মাথায় আদালতে হাজির হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটি বিএনপির বিলম্বিত বোধোদয় ও আন্দোলনের নতুন কৌশলও হতে পারে।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল রোববার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশে ফতেহপুর রেলক্রসিংয়ে রেলওয়ে ওভারপাস নির্মান কাজ পরিদর্শন করেন। এ সময় রেলওয়ে ওভারপাসের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন ও কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন আগামী জুন মাসের মধ্যে ফোর লেন প্রকল্পের বেশিরভাগ কাজ সম্পন্ন হবে।সারাদেশে ফোর লেন প্রকল্পের কাজ সম্পন্ন হলে আগামী রোজায় ও ঈদকে সামনে রেখে সাধারণ মানুষ নির্বিঘেœ ও নিরাপদে যানবাহনে চলাফেরা করতে পারবে, নির্দিষ্ট সময়ে ঈদ করতে বাড়ি ফেরা নিশ্চিত হবে। ভোগান্তি অনেকটা লাঘব হবে।এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র আলা উদ্দিন, ফোর লেন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক অরুণ আলো চাকমা, প্রকল্প ব্যবস্থাপক সন্তোষ কুমার রায়, ফেনী সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী এনামুল হক, ফোরলেন প্রকল্পের পরামর্শক টিমের আবাসিক প্রকৌশলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল।