DoinikBarta_দৈনিকবার্তা Khokon-Saifuddin

দৈনিকবার্তা-ঢাকা, ০৫ এপ্রিল: নির্বাচনী আচারণ বিধি লংঘনের অভিযোগে ঢাকা-দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটানিং অফিসারের কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন মেয়র প্রার্থী সাঈদ খোকন ও মো. সাইফুদ্দিন আহমেদ মিলন।এ দু’প্রার্থী রোববার বিকেলে সশরীরে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শানো নোটিশের জবাব দাখিল করেন।কারণ দর্শানো নোটিশের জবাবে সাঈদ খোকন বলেন, তার বিরুদ্ধে ভোট চাওয়ার যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়।তিনি বলেন, গত শুক্রবার তার বাসার পাশ্ববর্তী মসজিদে তিনি নামাজ পড়তে যান। নামাজ শেষে উপস্থিত মসুল্লীরা তাকে ঘিরে ধরেন।

তিনি বলেন, কারণ যেহেতু তার বাবা ঢাকার প্রথম নির্বাচিত জনপ্রিয় মেয়র ছিলেন সেহেতু মুসুল্লীরা সবাই তাকে চিনেন। তাই তিনি তাদের সাথে কুশল বিনিময় করেছেন। তার বিরুদ্ধে ভোট চাওয়ার অভিযোগটি সত্য নয়।অপর দিকে মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে বলেন, নির্বাচনের তফশিল ঘোষণার আগে তার সমর্থকরা ঢাকার বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়ে ছিলেন। কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে তিনি এসব পোস্টার উঠিয়ে ফেলেন।তিনি বলেন, এরপরও যদি কোথাও তার কোন পোস্টার থেকে থাকে তিনি তা নিজ দায়িত্বে উঠিয়ে ফেলবেন।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটানিং কর্মকর্তা মিহির সরোয়ার মোর্শেদ বাসসকে বলেন, মেয়র প্রার্থী সাঈদ খোকনের বিরুদ্ধে ভোট চাওয়ার অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি।তিনি বলেন, তবে মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনকে কোথায় কোথায় তার পোস্টার রয়েছে এ সম্পর্কে জানিয়ে দেয়া হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার এসব পোস্টার উঠিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।