দৈনিকবার্তা_DoinikBarta_goldbar-1_82227

দৈনিকবার্তা-ঢাকা, ৩ এপ্রিল: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গোতে থাকা কাঠের একটি বাক্স থেকে ১২ কেজি ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক করা স্বর্ণের মূল্য প্রায় ৬ কোটি টাকা। শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা একটি দল বিমানবন্দরের এয়ার কার্গো ইউনিটে অভিযান চালায়। সেখানে বৈদ্যুতিক পাখা ভর্তির একটি কাঠের বাক্সে স্বর্ণের ১২টি বার পাওয়া যায়। এ বাক্সটি ক্যাথে প্যাসেফিক কার্গো ফ্লাইট সিএক্স ০৪৯ করে হংকং থেকে ঢাকায় আসে।এ চালান শিপার গ্লোবাল ইন্টারন্যাশনাল এইচকে ঢাকার জারা ইন্টারন্যাশনালের নামে পাঠানো হয়।