দৈনিকবার্তা-মুন্সীগঞ্জ, ৩ এপ্রিল: ৫জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপিকে বর্তমানে ভুলের মাশুল দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী শুক্রবার সকালে মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর সেতুর টোলপ্লাজা থেকে পুরনো ফেরিঘাট সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।মন্ত্রী বলেন, সিটি করপোরেশন নির্বাচনে যেভাবে বিএনপি ও শীরকদল অংশ নিচ্ছে, একইভাবে ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিলে দেশের পরিস্থিতি আরো ভালো থাকতো। বিএনপিকেও সংসদের বাইরে থাকতে হতো না।
বিলম্বিত বোধোদয়ের জন্য বিএনপিকে ধন্যবাদ জানিয়ে তিনি ২০ দলীয় জোটকে নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে মধ্যবর্তী নির্বাচনের কোন স¤া¢বনা নেই।তিনি বলেন, জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ে হবে।ওবায়দুল কাদের বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের মধ্যদিয়ে বিএনপি’র বিলম্বিত বোধোদয় হয়েছে।
নাশকতা বন্ধ করে তাদের গণতন্ত্রের দিকে বাস্তবতার পথে হাঁটা উচিত।তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলে এতসব সমস্যাও হত না এবং জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকতো। পদ্মা সেতুর কাজ একদিনের জন্যও পিছিয়ে নেই- এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শিডিউল অনুযায়ী কাজ চলছে। শুধু পাদ্মা পারেই নয়, এই সেতুর কাজ চলছে বেইজিং (চীন), জার্মানী ও সিঙ্গাপুরেও।
তিনি বলেন, আগামী মে মাসের মধ্যেই পদ্মা সেতুর মূল পাইলিংয়ের হ্যামার দেশে আসবে এবং অক্টোবরে মূল পাইলিং শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে।মন্ত্রী মুক্তারপুর পুরানো ফেরিঘাট সড়কের কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে কাজ শেষ না হলে কার্যাদেশ বাতিল হবে। ঠিকাদারকে কালো তালিকাভুক্ত এবং সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে ঠিকাদার যেমন দায়ী সংশ্লিষ্ট প্রকৌশলীও দায়ী হবেন।
মন্ত্রী বলেন, মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় যানজট সৃৃষ্টি রোধে শনিবার থেকে আরও দু’টি লেন তৈরির কাজ শুরু হবে। তিনি মুন্সীগঞ্জ অঞ্চলের ৬০টি বেইলি ব্রিজ ঝঁকিপূর্ণ উল্লেখ করে বলেন, পর্যায়ক্রমে ১০টি বেইলি ব্রিজ করে কংক্রিটের ব্রিজ তৈরি করা হবে। সেক্ষেত্রে ঢাকা-দিঘিরপার সড়কের আলতি বেইলি ব্রিজকে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া ঢাকা-মুক্তারপুর সড়কের নারায়ণগঞ্জ অংশে দু’টি সেতু সংস্কার এবং সড়কটি প্রশস্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে।মন্ত্রীর সাথে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী তারেক ইকবালসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।