দৈনিকবার্তা_DoinikBarta_shohidul-haqe-034

দৈনিকবার্তা-সিলেট, ৩ এপ্রিল: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বলেছেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি)যেভাবে নির্দেশ দেবে, সে অনুযায়ীই কাজ করবে পুলিশ প্রশাসন।শুক্রবার বেলা ১১টায় সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে রিজার্ভ রেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের আর আর এফ কমান্ডার আনছার উদ্দিন খান পাঠান।

শহিদুল হক বলেন, গত ৫ বছর এবং চলমান এক বছর তিন মাস দেশ সব ক্ষেত্রে এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সমস্যার সমাধানে আন্তরিক। আমরা চাওয়ার আগেই তিনি সব সমস্যার সমাধানে কাজ করে থাকেন।” প্রধানমন্ত্রী একজন ‘বিশ্বনেতা’ বলেও মন্তব্য করেন তিনি।তনি বলেন, দেশের মাথাপিছু আয় ১২শ’ ডলার ও প্রবৃদ্ধি তিন গুণ বেড়েছে। বর্তমান সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পুলিশকে আধুনিকায়নের পাশাপাশি পর্যটন ও নৌ পুলিশসহ বিভিন্ন ধরনের ইউনিট গঠন করে জনগণের সেবা বাড়াচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীই নন, তার কর্মে তিনি এখন বিশ্ব নেতা।

আইজিপি বলেন,২০১৩ সালে দেশব্যাপী জঙ্গি তৎপরতা করা হয়েছিল।১৮ জন পুলিশকে মারা হয়েছিল। ৩০০ পুলিশকে চিরতরে পঙ্গু করে দেয়া হয়েছিল। তিন হাজার পুলিশকে আহত করেছিল। শুধু তাই নয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে আড়াই মাসব্যাপী পেট্রোলবোমা, ককটেল, গাড়ি ও ট্রেন পুড়িয়ে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, দেশ ও দেশের মানুষকে জঙ্গিবাদের কবল থেকে রক্ষা করতে পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে।গত তিনমাস ধরে ‘বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপ করে পুলিশকে দুর্বল করতে চেয়েছিল’ -এ কথা উল্লেখ করে আইজিপি বলেন, তাদের সে অপচেষ্টা সফল হয়নি। পুলিশ তার নিজ অবস্থান অক্ষুন্ন রেখেছে।শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তিনি (শেখ হাসিনা) পুলিশ সদস্যদের জীবনমান উন্নয়নেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

াকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে বিভিন্ন মামলার আসামীদের অংশগ্রহণ সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

আরআরএফ’র কমান্ড্যান্ট আনসার উদ্দিন খান পাঠানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান,সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার কামরুল আহসান, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশসুপার নূরে আলম মিনা প্রমুখ বক্তব্য রাখেন।উল্লেখ্য, ১০ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের রাজিবাড়ী মৌজাস্তত ভরাউট এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশের ১১ একর ভূমিতে আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) ব্যারাক ভবন নির্মাণ করা হয়।

গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ৬ তলা বিশিষ্ট আরআরএফ ব্যারাক ভবনটির নির্মাণ কাজ শুরু হয় ২০১২ সালের ডিসেম্বরে এবং নির্ধারিত সময়েই এটি নির্মিত হয় বলে স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।