দৈনিকবার্তা-ঢাকা, ৩ এপ্রিল: খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, চলমান উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত এবং বাংলাদেশকে অকার্যকর করার জন্য ষড়যন্ত্র হচ্ছে।একটি চক্র আজ দেশকে ধ্বংস করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এরা নব্য রাজাকার, এদের ঘৃণা করতে হবে।এডভোকেট কামরুল দেশের উন্নয়ন বিরোধী এই চক্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।খাদ্যমন্ত্রী শুক্রবার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত দু’দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
এডভোকেট কামরুল ইসলাম বলেন,ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়,বাস্তব।ডিজিটাল বাংলাদেশের সুফল এখন সবাই ভোগ করছে।দেশের প্রত্যেক ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে ২জন করে লোকের কর্ম সংস্থান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশবাসী ঘরে বসেই এখন অনলাইনে সকল তথ্য পা”েছন।বাংলাদেশে ১৩কোটি মোবাইল সীম আর ৪ কাটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। এসবই সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার বদৌলতে।খাদ্যমন্ত্রী বলেন, আমাদের উন্নয়নের ধারাবাহিকতা এভাবে বজায় থাকলে ২০২১ সালের মধ্যে এদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের কাতারে সামিল হওযারও স্বপ্ন দেখি।
কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, পরিবেশ ও বন কর্মকর্তা মো.মোশারফ হেসেন,যুব উন্নয়ন কর্মকর্তামো.মনিরুজ্জামান ও সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশ্রাফ অনুষ্ঠানে বক্তৃতা করেন।উল্লেখ্য, দু’দিনব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাসমূহের ২৪টি ষ্টল স্থান পেয়েছে।