দৈনিকবার্তা_DoinikBarta_bsf & bgb image

দৈনিকবার্তা-চুয়াডাঙ্গা, ৩ এপ্রিল: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্তের নাস্তিপুর নামক স্থানে শুক্রবার সকাল ৮টায় বিজিবি-বিএসএফ’র মধ্যে সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় ঘন্টা ব্যপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের আলোচনা ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান (বিজিবিএম) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৮/৭-আর এর নিকট শুন্য রেখা বরবর নাস্তিপুর নদীর পাড় নামক স্থানে শুক্রবার সকাল ৮ টা থেকে ৮ টা ৪০ মিনিট পর্যন্ত বিজিবি-বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে গুরুত্বপূর্ণ এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন সুলতানপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ নাসির উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হালদারপাড়া ক্যা¤প কমান্ডার এসআই টি.পি মিশ্রো। তিনি আরও জানান, উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয়েছে। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।