দৈনিকবার্তা_doinikBarta_blogger

দৈনিকবার্তা-ঢাকা, ২ এপ্রিল: ব্লগার ওয়াশিকুর রহমানের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গত ১ এপ্রিল বুধবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি ওয়াশিকুর রহমান ও অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডকে বাংলাদেশে বাক স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর হামলা বলে অভিহিত করেছে।ইইউ মুখপাত্রের কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, গত ৩০ মার্চ ওয়াশিকুর রহমানের হত্যাকাণ্ডটি বাংলাদেশি ব্লগারদের লক্ষ্য করে গত একমাসে সংঘটিত এ ধরনের দ্বিতীয় হামলা।

বিবৃতিতে সহিংস চরমপন্থার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান’ জানিয়ে আরো বলা হয়, মত প্রকাশের স্বাধীনতা সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র ও আন্তর্জাতিক গণ ও রাজনৈতিক অধিকার সনদে মানবাধিকার হিসেবে স্বীকৃত। বাংলাদেশও এসব সনদে স্বাক্ষরকারী দেশ। ইইউ দ্ব্যর্থহীনভাবে মত প্রকাশের স্বাধীনতা, চিন্তা, বিবেক, ধর্মপালন ও বিশ্বাসের স্বাধীনতার পক্ষে প্রতিশ্র“তিবদ্ধ। এক্ষেত্রে পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক সংলাপ গণতন্ত্রের অপরিহার্য উপাদান।সরকার, রাজনৈতিক দলসমূহ এবং নাগরিক সমাজকে বাংলাদেশে সহিংস চরমপন্থীদের কর্মকাণ্ডকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর তাগিদ দেওয়া হয়। পাশাপাশি এসব হত্যাকাণ্ডের হোতাদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনারও জোর দাবি জানানো হয় বিবৃতিতে। ব্লগার অভিজিৎ রায় ও ওয়াশিকুর রহমান হত্যার ঘটনাকে বাক স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর হামলা হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে বাংলাদেশের সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বাক ও চিন্তার স্বাধীনতা, বিবেক, ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতার প্রতি ইউরোপীয় ইউনিয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে এই বিবৃতিতে।মুক্তবুদ্ধির ওপর হামলাকারীদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র বলেন, বাংলাদেশে এ ধরনের সহিংস উগ্রপন্থার বিরুদ্ধে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের একযোগে কাজ করা উচিৎ।সমাজের জন্য সহনশীলতা ও সংলাপের প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। বিবৃতিতে বলা হয়,মানবাধিকার বিষয়ক সার্বজনীন ঘোষণা এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদ অনুযায়ী বাক স্বাধীনতা মানবাধিকার হিসেবে স্বীকৃত।বাংলাদেশ ওই ঘোষণা ও সনদ মেনে চলতে অঙ্গীকারাবদ্ধ।দুই ব্লগার হত্যায় জড়িতদের ধরার আহ্বান জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, এসব হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

গত সোমবার সকালে তেজগাঁওয়ে নিজের বাসার কাছে সন্ত্রাসী হামলায় খুন হন অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু, যিনি ধর্মীয় কুসংস্কার ও রাজনীতিতে ধর্মের ব্যবহারের বিরুদ্ধে লিখতেন।তাকে চাপাতি দিয়ে কুপিয়ে পালানোর সময় দুই মাদ্রাসাছাত্রকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। এর আগে গত ফেব্র“য়ারিতে বইমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুর্বৃত্তের চাপাতির কোপে নিহত হন লেখক-ব্লগার অভিজিৎ রায়। মুক্তমনা ব্লগ সাইটের প্রতিষ্ঠাতা অভিজিৎকে হামলার সময় তার স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যাও আক্রান্ত হন।সোমবার ওয়াশিকুরকে হত্যার পর ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস থেকে নিন্দা জানানো হয়।বিবৃতি পাঠিয়ে হত্যাকাণ্ডের তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সরকারও।