???????????????????????????????

দৈনিকবার্তা-গাজীপুর, ০২এপ্রিল: ‘অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা একীভূত সমাজ গঠনে শুভ বারতা’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ট্রাস্ট কমিউনিটি সেন্টারে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) শংকর শরণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম মোস্তফা কামাল, গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আজাহার আলী মিয়া, সিভিল সার্জন ডা. আলী হায়দার খান, সমাজসেবা অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম প্রমুখ। পরে অটিজম শিশুদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।