দৈনিকবার্তা-গাজীপুর, ০২ এপ্রিল: গাজীপুরের জিরানিতে তুরাগ তৈরি পোশাক কারখানার খাবার ও পানি পান করে বুধবার শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে পড়েছে৷
বুধবার রাতে তুরাগ গার্মেন্টসের সরবরাহ করা রুটি, কলা ও পানি পান করে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ে৷ তাত্ক্ষনিকভাবে তাদের স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়৷ পরে, আজ সকালে কাজে যোগ দেয়ার পর কারখানার পানি পান করে আবারও পঞ্চাশ জনেরও বেশি শ্রমিক অসুস্থ্য হয়ে পড়েন৷
তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ খাবারে বিষক্রিয়ার কারণে এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন চিকিত্সকরা৷ এ ঘটনার জের ধরে, একদিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ৷