Kenya_police

দৈনিকবার্তা-ঢাকা, ০২ এপ্রিল: কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ভোরে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠি আল-শাবাবের বন্দুকধারীরা হামলা চালিয়েছে৷ এই ঘটনায় ১৫ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছে৷ বন্দুকধারীরা বেশ কয়েকজন শিক্ষাথর্ীকে জিম্মি করেছে৷

সহায়তা কমর্ী ও পুলিশ জানায়, এ সময় বিস্ফোরণ ও গুলির শব্দে সোমালিয়ার সীমানত্ম থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯০মাইল) দূরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস কেঁপে উঠে৷ খবর এএফপি’র৷সৈন্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে চারপাশ থেকে ঘিরে রেখেছে৷প্রত্যক্ষদশর্ীরা মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন৷ কারণ বন্দুকধারীরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালিয়েছে৷ইসলামপন্থী জঙ্গি সংগঠন আল-শাবাব সোমালিয়া থেকে এসে প্রায়ই কেনিয়ায় হামলা চালায়৷গ্যারিসা ও অন্যান্য সীমানত্ম এলাকায় প্রায়ই হামলা চালানো হয়৷মুখোশধারী পাঁচ জনের হামলাকারী বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে বলে জানা গেছে৷

কেনিয়ান রেডক্রস জানিয়েছে, এই ঘটনায় ৫০ শিক্ষাথর্ীকে ‘নিরাপদে মুক্ত’ করা হয়েছে৷ তবে এখনো অজ্ঞাত সংখ্যক শিক্ষাথর্ীকে জিম্মি করে রাখা হয়েছে৷নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ওই এলাকা থেকে জনসাধারণকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন৷এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশ দ্বারে দুই রক্ষী নিহত হয়েছে৷ এছাড়াও আহতদের মধ্যে দুই পুলিশ ও এক ছাত্র রয়েছে৷তবে প্রত্যক্ষদশর্ীরা জানান, এই হামলায় ভবনটির ভেতরে অনেকে বহু সংখ্যক লোক হতাহত হয়েছে৷