দৈনিকবার্তা-ঢাকা, ০২এপ্রিল: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ‘ষড়যন্ত্রেই’ সুপ্রিমকোর্ট আইনজীবী সতিমির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল পরাজিত হয়েছে বলে অভিযোগ করেছেন প্যানেলে অন্যতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী। তিনি সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
তিনি বলেছেন, ‘অ্যাটর্নি জেনারেলের ষড়যন্ত্রের কারণে আমি ও আমার প্যানেলের অন্য প্রার্থীরা পরাজিত হয়েছি।’
বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের ষড়যন্ত্রের কারণে আমি ও আমার প্যানেলের অন্য প্রার্থীরা পরাজিত হয়েছি। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেলের কারণেই সুপ্রিমকোর্টের গত ৬টি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের অধিকাংশ প্রার্থীই পরাজিত হয়েছেন।’
তিনি অভিযোগ করে বলেন, ‘সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ (আওয়ামী বাম আইনজীবীদের পরিষদ) ও নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে নির্বাচন পরিচালিত হয়েছে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে প্রতিনিয়ত রাতের বেলা গোপনে শলা-পরামর্শ ও গোপন বৈঠক করে আমাকে হারানো হয়েছে।’
শুধু তা-ই নয় অ্যাটর্নি জেনারেল আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী নেতাদের দুই ভাগে বিভক্ত করে রেখেছেন। তার ইঙ্গিতে আওয়ামী লীগ সমর্থিত ৩০০ জন ভোটার ও আইনজীবী তাকে ভোট না দিয়ে মাহবুব উদ্দিন খোকনকে ভোট দিয়েছেন বলেও অভিযোগ এ আওয়ামী লীগ নেতা।
মমতাজ উদ্দিন বলেন, ‘মাহবুব উদ্দিন খোকন ও অ্যাটর্নি জেনারেল দু’জনে বার কাউন্সিলকে ধ্বংস করেছেন। অনেক মেধাবী ও যোগ্য আইনজীবীকে হাইকোর্ট বারে প্র্যাকটিস করার অনুমতি দিচ্ছেন না তারা।’
উল্লেখ্য, গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৫-২০১৬ সালে সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে সরকার সমর্থকদের ভরাডুবি হয় এবং বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেন।