DoinikBarta_দৈনিকবার্তা 105

দৈনিকবার্তা-ঢাকা, ০২ এপ্রিল: আমদানি নীতি আদেশ ২০১২-১৫ কার্যকরে নতুন নির্দেশনা প্রদান করেছে কেন্দ্রীয় ব্যাংক।বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র বৈদেশিক মুদ্রা লেনদেনে জড়িত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়, আমদানি নীতি আদেশ ২০১২-১৫ কার্যকরের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কিংবা নবায়নের বর্ধিত/অবশিষ্ট বকেয়া ফি জরুরি ভিত্তিতে আদায় করতে হবে। পরে সব তথ্য আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক।আমদানি নীতি আদেশ ২০১৫ কার্যকর করা হয়েছে ২০১২ সালের ২৪ ডিসেম্বর। অনুমোদিত ডিলারদের প্রতিষ্ঠানগুলোকে ওইদিন রেথকে শুরু করে বর্তমান সময় পযন্ত বর্ধিত ফি আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে।এদিকে, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর থেকে গত মার্চ মাসের ১৯ তারিখে জারিকৃত সার্কুলারে ১৫ কার্যদিবসের মধ্যে ফি আদায় ও তথ্য প্রদানের নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয় বাংলাদেশ ব্যাংককে।