দৈনিকবার্তা_doinikBarta_Naogaon-potisore-ticket-udbodhan-2.4.152-436x300

দৈনিকবার্তা-নওগাঁ, ২ এপ্রিল: অবশেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারির নওগাঁর আত্রাই উপজেলার কালীগ্রাম পরগনার পতিসর কাচারী বাড়ির যাদুঘর প্রদর্শনে টিকিট পদ্ধতি চালু করা হলো। সেই সাথে যাদুঘর দেখভালের দায়িত্ব দেওয়া হলো সরকারী কর্মচারীদের হাতে। বুধবার বিকেলে প্রতœতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানার উপস্থিতিতে রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক এম. মতিউর রহমান মামুন ১৫/- টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে টিকিট পদ্ধতির শুভক্ষন করেন।

নাহিদ সুলতানা জানান, এখন থেকে সর্বসাধারণ টিকিট সংগ্রহ করে যাদুঘর পরিদর্শন করতে পারবেন। সার্কভূক্ত দেশের পর্যটকদের জন্য প্রবেশ মূল্য ৫০/- টাকা, বিদেশী পর্যটকের জন্য ১০০/- টাকা এবং মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য ০৫/- টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এখন থেকে কাছারি বাড়িতে একজন অফিস সহকারী কাম কম্পিউটর অপারেটর ও একজন সাইড পরিচারক দায়িত্ব পালন করবেন। এতোদিন মাষ্টাররোল কর্মচরীরা ওই দায়িত্ব পালন করছিলেন। তিনি জানান, এখন থেকে যে স্থান গুলোতে যাদুঘর থাকবে সেখানে টিকিট ব্যবস্থা চালু করা হবে।এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির আলম, রথীন্দ্রনাথ ইন্সটিটিউটের সহকারী প্রধান শিক্ষক সুব্রতকুমার দাস, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কৃষি প্রযুক্তি ইন্সটিটিউিটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।