দৈনিকবার্তা-ঢাকা, ০২ এপ্রিল: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মানুষকে পুড়িয়ে মেরে যারা ক্ষমতায় যেতে চায় তারা কোন দিন সফল হবে না। অসুস্থ রাজনীতির কারণে দেশের মানুষ আজ দিশেহারা। তিনি বলেন, ক্ষমতার মোহে গোটা দেশকে ধ্বংসের মুখে ফেলা দেয়া হচ্ছে।
তিনি বলেন, ধংসের রাজনীতির অবসান ঘটিয়ে শান্তি ও সমৃদ্ধির রাজনীতি ফিরিয়ে আনতে জাতীয় পার্টির আর কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার তার বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় যুব সংহতির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তৃতা করছিলেন।জাতীয় যুব সংহতির সভাপতি এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য এম.এ. হান্নান, সাইদুর রহমান ট্যাপা, এস.এম. ফয়সল চিশতী, যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, প্রমুখ।
সন্ত্রাস ও নৈরাজ্য নামে অপ-রাজনীতি বন্ধ করার আহবান জানিয়ে তিনি বলেন, গোটা দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ছাত্ররা নির্বিঘেœ পরীক্ষা দিতে পারছেনা-স্কুলে যেতে পারছে না।তিনি বলেন, দেশে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। প্রতিবছর ২৭ থেকে ২৮ লাখ শিক্ষিত যুবক শ্রমবাজারে প্রবেশ করছে উল্লেখ করে তিনি এরশাদ বলেন, এক লাখের মত যুবকের কর্মসংস্থান হচেছ। বাকিরা হতাশায় ভুগে- নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। তিনি বলেন, কলেজ-ভার্সিটিতে ছাত্র-ছাত্রীরা ইয়াবায় আসক্ত হচ্ছে। দেশের যুব শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে এরশাদ দেশ ও জাতিকে রক্ষা করতে যুব সমাজকে এগিয়ে আসার জন্য আহবান জানান।