DoinikBarta_দৈনিকবার্তা image

দৈনিকবার্তা-ঢাকা, ০১ এপ্রিল: সেমস্ গ্লোবাল-কনফারেন্স এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিঃ এবং সেমস্ বাংলাদেশের অটোমোবাইল বিশ্বের সর্ববৃহৎ ও একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী ১০ম নিটল-নিলয় ঢাকা মোটর শো ২০১৫” এবং “ঢাকা বাইক শো ২০১৫- শুরু হতে যাচ্ছে আগামী ৯ থেকে ১১ এপ্রিল ২০১৫ইং তারিখে বসুন্ধরা ঢাকাস্থ আন্তর্জাতিক কনভেনশন সিটি-তে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।সেমস্ গ্লোবাল ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর হতে আজ পর্যন্ত ২৩ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বহুজাতিক প্রদর্শনী আয়োজক প্রতিষ্ঠান হিসেবে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।

বর্তমানে ৮টি দেশে নিজস্ব অফিস পরিচালনার পাশাপাশি ৬টি দেশে বছরে ৪০টিরও বেশি আন্তর্জাতিক মানের প্রদর্শনীর আয়োজন করছে।বরাবরের মতো এবারও ১০ম নিটল-নিলয় ঢাকা মোটর শো ২০১৫ বাংলাদেশী এবং বিশ্ব অটো মোবাইল ও অটো-কম্পোনেন্ট খাতকে আলোকপাত করবে। এর ফলে এই খাতের দ্রুত উন্নয়নের বিষদ সম্পর্কে দেশিয় খাত জানতে পারবে। এছাড়া নতুন নতুন গাড়ী ও প্রযুক্তির পদযাত্রার শুরুতেও প্রদর্শনীটি ব্যাপক ভূমিকা রাখবে। প্রায় ৪০০ টিরও বেশি স্টলে দেশি ও বিদেশি নির্মাতা ও সরবরাহকারীগন বিখ্যাত ও প্রথম সারির গাড়ী মোটর সাইকেল, লুব্রিকেন্ট, সিএনজি রুপান্তর সহ বিভিন্ন প্রযুক্তি ও যন্ত্রাংশ প্রদর্শন করবে। গত বছরের তুলনায় এই বছর সেমস্ গ্লোবাল প্রদর্শক ও অংশগ্রহনকারীদের নিকট থেকে ব্যাপক সাড়া লাভ করেছে।

বাংলাদেশে নতুন করে দুই চাকার মোটর সাইকেল বিক্রয় বাড়ানোর লক্ষে “ঢাকা বাইক শো ২০১৫” প্রদর্শনটি অনুষ্ঠিত হবে, যেখানে দেশী এবং বিদেশী দুই চাকার প্রস্তুতকারক ও সরবরাহকারীদের উন্নত মানের মোটর সাইকেল, যন্ত্রাংশ এবং আনুষঙ্গিক উপকরণ প্রদর্শন করা হবে। এটা খাতের একটি নেতৃস্থানীয় প্রদর্শন হবে। বাংলাদেশের মোটরসাইকেল সরবরাহ বাড়ানোর জন্য এই প্রদর্শনীটি একটি বড় সুযোগ তৈরি করবে এবং ব্যবসায়িক সফলতা বয়ে আনবে ও বাংলাদেশের বাজারে দুই চাকার প্রবেশাধিকারের সফলতা অর্জন করবে। নিটল-নিলয় গ্র“প প্রদর্শনীটির টাইটেল স্পন্সর।প্রদর্শনীটির কো-স্পন্সর হিসেবে আছে উত্তরা গ্র“প। মিডিয়া পার্টনারস হিসেবে থাকছে দি ডেইলি স্টার-শিফট্, দৈনিক সমকাল, বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এবং রেভোল্যূশন। ব্রডকাস্ট পার্টনার হিসেবে আছে ইন্ডিপেন্ডেন্ট টিভি, রেডিও পার্টনার হিসেবে আছে রেডিও ফুর্তি ক্রিয়েটিভ পার্টনার হিসেবে আছে মার্কেট এজ্, এবং অনলাইন পার্টনার হিসেবে আছে বিক্রয় ডট কম।প্রদর্শনীটি ব্যবসায়িক এবং সাধারণ দর্শকদের জন্য খোলা থাকবে আগামী ৯ থেকে ১১ এপ্রিল, ২০১৫ইং সকাল ১০.৩০টা হতে রাত ৮.৩০টা পর্যন্ত।