দৈনিকবার্তা-ঢাকা, ০১ এপ্রিল: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য ১২জন মেয়র পদ প্রার্থীর বিরুদ্ধে ইসিকে মামলার তথ্য দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর পুলিশের মুখপত্র ও গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সংবাদকর্মীদের এতথ্য জানান।
তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণের সম্ভাব্য ১২জন প্রার্থীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আর ২০টি ওয়ার্ডের ৬৫জন কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধেও একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া, সংরক্ষিত ১৯টি পদে ৪জনের বিরুদ্ধে মামলা রয়েছে। এসব তথ্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে দেয়া হয়েছে।মো. মনিরুল ইসলাম বলেন, প্রথম ধাপে নির্বাচন কমিশনে এ তালিকা জমা দেওয়া হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। আমাদের বাছাই চলছে।তিনি আরও বলেন, দুই সিটি করপোরেশন নির্বাচনে ৩০ থেকে ৩৫টি মামলা রয়েছে এমন ব্যক্তিও মনোনয়নপত্র দাখিল করেছেন। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরয়ানা জারি আছে ও জামিন নেওয়া নেই এমন প্রার্থী প্রকাশ্যে এলে তাদের গ্রেফতার করা হবে।