দৈনিকবার্তা-ঢাকা, ১ এপ্রিল: গভীর সমুদ্র সম্পদ ও অভ্যন্তরীণ মৎস্য সম্পদ আহরণ, রক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার মৎস্য ও চিংড়ী সংক্রান্ত জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। কমিটির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও উধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।সভায় মৎস্য সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
চিংড়ী চাষের ক্ষেত্রে পরিবেশবান্ধব, উন্নত ও টেকসই প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সমুদ্র বিজয়ে দেশের ব্লু-ইকোনোমির এক ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দেশের উন্নয়নের জন্য এই সম্পদের দ্রুত ও কার্যকরভাবে কাজে লাগাতে হবে।প্রধানমন্ত্রী মৎস্য খাতে সার্বিক উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি সৃষ্টি এবং গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণের জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান।প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, কমিটির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য খাতের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে ও প্রবৃদ্ধি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।তিনি হালদা নদীতে রুই মাছের অভয়াশ্রয়স্থল সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি পরিবেশ বান্ধব এবং উন্নত চাষ পদ্ধতির মাধ্যমে চিংড়ির উৎপাদ বাড়ানোরও আহবান জানান।কমিটির সদস্য মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী মো. সায়েদুল হক, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম, সংশ্লিষ্ট সচিবগণ এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফ্রোজেন ফুড এক্সপোর্ট এসোসিয়েশন,বাংলাদেশ ফিশ এন্ড শ্রিম্প ফাউন্ডেশন,ন্যাশনাল শ্রিম্প কালটিভেশন এসোসিয়েশন, বাংলাদেশ ম্যারিন ফিশারিজ এসোসিয়েশনের সভাপতিগণ সভায় উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী দেশে বিদেশে মৎস্যের বাজার সৃষ্টি করতে সংশ্লিষ্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসারদের ইনটেনসিভ প্রদান, ন্যাশনাল রেসিডিউ কন্ট্রোল প্ল্যানের (এনআরসিপি) ক্ষেত্র বাড়ানো এবং মৎস্যের নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় জনশক্তি বাড়ানো এবং কোয়ালিটি কন্ট্রোলের ক্ষমতা বৃদ্ধির আহবান জানান।প্রধানমন্ত্রী ইলিশ মাছের টেকসই সংরক্ষণের জন্য ইলিশ উন্নয়ন ট্রাস্ট ফান্ড গঠন করার জন্য সরকারি কর্মকর্তাদের আহবান জানান। তিনি বলেন, এই তহবিল থেকে মাছ শিকার বন্ধের সময়ে খাদ্য সহায়তা দেয়া যাবে।
প্রধানমন্ত্রী ইলিশ মাছের চলাচল রুট আন্দারমানিক চ্যানেল, ধলচর চ্যানেল, চরবিশ্বাস চ্যানেল, শাজবাজপুর চ্যানেল, তেঁতুলিয়া নদী এবং ইলিশ মাচের অন্যান্য চলাচলকারী রুট এবং ইলিশের বিচরণকারী নদী ও চ্যানেল ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে ইলিশের আবাসস্থল পুনরুদ্ধার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহবান জানান।শেখ হাসিনা চিংড়ি পোনা সংগ্রহ বন্ধের সময়ে দরিদ্র মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।