দৈনিকবার্তা-ঢাকা, ১ এপ্রিল: নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক-কর্মচারী-পেশাজীবী- মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান বলেছেন, বেগম জিয়া পেট্রোল বোমা ছোড়ার নির্দেশ ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে বিরত না থাকলে তাকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে।মন্ত্রী বুধবার মতিঝিলের বিসিআইসি মিলনায়তনে শ্রমিক-কর্মচারী -পেশাজীবী- মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আয়োজিত প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
আগামী রোববার সমন্বয় পরিষদের সাংবাদিক সম্মেলন। ওই সম্মেলনকে সামনে রেখে নতুন কর্মসূচি প্রণয়নের উদ্দেশে এ প্রতিনিধি সম্মেলন। এতে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার এমপি, সমন্বয় পরিষদের সদস্য সচিব এ জেড কামরুল আনাম, আওয়ামী মহিলা লীগের শ্রম বিষয়ক সম্পাদক নিমা ফেরদৌস ও দর্জি শ্রমিক লীগ নেতা বদরুদ্দোজা নিজাম প্রমুখ।মন্ত্রী শাজাহান খান বলেন, বিএনপি-জামায়াত জোট ২০১৩ সাল থেকে এ পর্যন্ত মানুষ হত্যা, শিল্প-কলকারখানা ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস, দেশব্যাপী নাশকতা প্রভৃতি চালিয়ে আসছে। ২০১৩ সালে জামায়াত-শিবির ৫০ জন ড্রাইভার, ১৭ জন পুলিশ শিশু ও নারীকে হত্যা করেছে।
তিনি বলেন, যারা পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ মারে তারা যেমন আসামী ঠিক তেমনি যিনি পেট্রোল বোমা ছোড়ার নির্দেশ দেন তিনিও আসামী। উভয় আসামীর বিচার এ বাংলার মাটিতে হবে। কোন সন্ত্রাসীর বাংলার মাটিতে ঠাঁই নেই।মন্ত্রী বলেন, বেগম জিয়া মানুষ মারার জন্য অবরোধ হরতাল দিয়ে যাচ্ছে। আপোষহীন নেত্রী আপোষহীনভাবে মানুষ হত্যা করছেন। গরীব মানুষ হত্যা করা ওনার একটি আনন্দ। মানুষ হত্যার নাটের গুরু বেগম জিয়ার গুনধর পুত্র তারেক রহমান।শিরীন আখতার এমপি বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও মানুষকে অবরুদ্ধ করতে গিয়ে তিনি নিজেই অবরুদ্ধ হয়ে কুপেকায়াত হয়ে পরেছেন। বেগম খালেদা জিয়া সংবিধান ও দেশের স্বাধীনতা মানেনা।তিনি বলেন, ২১ আগষ্ট গ্রেনেড ছোড়াসহ ২০টি ঘটনা খালেদা জিয়া এ দেশে ঘটিয়েছে। প্রতিটি হত্যাকান্ডের ঘটনা একই ধারায় একই ধরনের ।