দৈনিকবার্তা-ঢাকা, ১ এপ্রিল: ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিধিমালা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করা হয়েছে।রিটে আইন সচিব, নির্বাচন কমিশন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তাসহ ৫ জনকে বিবাদী করা হয়েছে।বুধবার দুপুরে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ড. মোহাম্মদ ইউনূস আলী আকন্দ এ রিট আবেদনটি করেন। রিটে সিটি করপোরেশন নির্বাচন আইন ২০১০ ও ২০১১ (সংশোধিত) -এর কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করা হয়েছে।
পরে এ বিষয়ে আইনজীবী ইউনূস আলী আকন্দ জানান, ঢাকা সিটিকে ভাগ করে যে আইন তৈরি করা হয়েছে তা সংবিধান পরিপন্থি। কারণ সংবিধানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এছাড়াও সিটি নির্বাচনে প্রার্থীদের এক লাখ টাকা জামানত দেয়ার বিধানকে রিটে চ্যালেঞ্জ করা হয়েছে। সকল নাগরিকের পক্ষে এতো টাকা জামানত রেখে নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব নয় বলেও তিনি মনে করেন। রিট আবেদনটি বৃহস্পতিবার বিচারপতি রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।