DoinikBarta_দৈনিকবার্তা Thakurgaon HSC Exam Pic

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ০১ এপ্রিল: হরতাল-অবরোধের বোঝা মাথায় নিয়ে ঠাকুরগাঁওয়ে শুরু হলো এইচএসসি পরীক্ষা।আজ বুধবার সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী ঠাকুরগাঁও সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ সহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।উল্লেখ্য, এ বছর ঠাকুরগাঁও জেলায় ৩২টি কেন্দ্রে মোট ১২ হাজার ৫শ ৭২ জন শিক্ষার্থী পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে এইচএসসি ৮ হাজার ১শ ৩৫ জন, ভোকেশনাল ৩ হাজার ৪শ ৮৬ জন ও আলিম ৯শ ৫১ জন।এ দিকে জেলায় যে কোন ধরনের নাশকতা এড়াতে প্রতিটি পরীক্ষা কেন্দ্র সহ শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে।