দৈনিকবার্তা-গাজীপুর, ০১ এপ্রিল: গাজীপুরের কালীগঞ্জে গৃহবধূ হত্যার মূল আসামীকে বুধবার আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। আটক আসামীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে আসামীর পক্ষের লোকজনের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। উত্তেজিত এলাকাবাসি আসামী নূরে আলমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। আটক নুরে আলম (২৫) কালিগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার বরাইদ নুরচান শেখের ছেলে।
এলাকাবাসি ও নিহতের স্বজনরা জানায়, জেলার কালিগঞ্জ উপজেলার সাওরাইদ গ্রামের প্রবাসী শাহাবুদ্দিনের স্ত্রী মিনারা বেগম (৪০) মঙ্গলবার সকালে বাড়ির পাশে কাজ করছিল। এসময় পার্শ্ববর্তী বরাইদগ্রামের সাবেক মেম্বার নুরচান শেখের ছেলে নুরে আলম কয়েকজন সঙ্গী নিয়ে হামলা চালিয়ে ওই গৃহবধূর কাছ থেকে গলার চেইন ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে মিনারা বেগম ডাকচিৎকার দেয়। এসময় মুগুর দিয়ে মিনারা বেগমের মাথায় আঘাত করে নুরে আলম ও জালাল উদ্দিনসহ অন্যরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই মহিলা মারা যায়। এঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসি বুধবার সকালে নুরে আলমকে তার বাড়ি থেকে আটক করে গণধোলাই দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জনরোষ থেকে তাকে উদ্ধার করে। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় আসামীর পক্ষের লোকজন আটক নুরে আলমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে কমপক্ষে ৪জন আহত হয়। এঘটনার পর উত্তেজিত লোকজন আসামী নূর আলমের বাড়িতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। এর আগে মঙ্গলবার বিকালে অভিযুক্ত নুরে আলমের বড় ভাই রুহুল আমিন শেখকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসি। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় এরিপোর্ট লেখা পর্যন্ত হত্যার ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি।এব্যাপারে কালিগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ক্ষুব্ধ এলাকাবাসী নুরে আলমকে গণধোলাই দিয়েছে। তবে পুলিশের সাথে কোন ঘটনা ঘটেনি।
এদিকে, গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পাবুর গ্রামের বৃদ্ধা সূর্যি বেগম (৭৫) ও তার মেয়ে স্বামী পরিত্যাক্তা মাবিয়া বেগম (৫৫) খুনের ঘটনায় মঙ্গলবার রাতে সূর্যি বেগমের ছেলে রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাত নামীয় আসামীদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এঘটনায় বুধবার বিকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি। সোমবার দিবাগত রাতে ঘরে ঘুমন্ত বৃদ্ধা মা ও তার মেয়েকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।