দৈনিকবার্তা-ঢাকা, ১ এপ্রিল: যুক্তরাজ্য বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি করতে তেহরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির আলোচনায় প্রধান প্রধান ইস্যু এখনও অমীমাংসিত রয়েছে। তবে ‘সমঝোতার একটি বিস্তৃত রূপরেখার ব্যাপারে ইরান ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে একমত হওয়া গেছে।যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ফিলিপ হ্যামন্ড বুধবার বলেছেন, আলোচনায় সব সমস্যার সমাধানের ব্যাপারে আমরা আশাবাদী।এদিকে বেশ কয়েকজন মন্ত্রী আলাচনার টেবিল ছেড়ে চলে গেছেন। চীন সতর্কবাণী করেছে, আপোসরফা জরুরী, তা না হলে পূর্ববর্তী সব প্রচেষ্টা ব্যর্থ হবে।ইরানের পারমাণবিক কর্মসূচি হ্রাসে একটি চুক্তি করতে দেশটির সঙ্গে বেশ কিছুদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে বিশ্বের ছয় শক্তিধর দেশ। ইরান পারমাণবিক কর্মসূচি কাঁটছাট করলে দেশটির ওপর থেকে পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।সুইজারল্যান্ডের লুজান শহরের বিউ-রিভেজ প্যালেস হোটেলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানীর মধ্যে আলোচনা গত বুধবার পুনরায় শুরু হয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি করতে আলোচনার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার মধ্যরাত। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো আলোচকেরা সমঝোতায় পৌঁছাতে না পারায় আলোচনার সময় আরও এক দিন বাড়িয়ে দেয়া হয়েছে। একটি সমঝোতার আশায় আজও আলোচনা চলার কথা।ছয় বিশ্ব শক্তি নিশ্চিত হতে চায়, ইরান এক বছরের কম সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। ইরান অবশ্য জোর দিয়ে বলেছে, তাদের এ ধরণের কোন আকাঙ্খা নেই।
হ্যামন্ড বলেন, আমি মনে করি সমঝোতার একটি বিস্তৃত রূপরেখার ব্যাপারে সবাই একমত। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও মীমাংসা হয়নি। তিনি কোন বাজে চুক্তিতে স্বাক্ষর করবেন না বলেও জোরালোভাবে উল্লেখ করেন।এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ বলেছিলেন, এ সমস্যার চূড়ান্ত নিষ্পত্তিতে সব বিষয়ে মন্ত্রী পর্যায়ে তারা নীতিগতভাবে একমত হয়েছেন। লাভরভ আলোচনা ছেড়ে চলে গেছেন।ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ সাংবাদিকদের বলেন, ‘আমরা মোটামুটি সম্মত হয়েছি, তবে সবারই একটু বিশ্রাম প্রয়োজন এবং সকাল থেকে আবারও আলোচনা শুরু করতে হবে। আশা করছি, আজকের মধ্যে আমরা আমাদের কাজ চূড়ান্ত করতে পারব।তবে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই সতর্কবাণী করে লুজান ছেড়ে চলে গেছেন। চীন এক বিবৃতিতে বলেছে, ‘আলোচনায় রাজনৈতিক দিকনির্দেশনা থাকা গুরুত্বপূর্ণ। মতপার্থক্যও কমিয়ে আনাও গুরুত্বপূর্ণ।তিনি বলেন, আপোসরফা হওয়াটা জরুরী, তা না হলে পূর্ববর্তী সব প্রচেষ্টা ব্যর্থ হবে।ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী লরাঁ ফেবিয়াসও লুজান ত্যাগ করেছেন। তবে তিনি বলেছেন, প্রয়োজন হলে তিনি শিগগিরই ফিরে আসবেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতরাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি তাকে আলোচনার অগ্রগতি সম্পর্কে ব্রিফ করেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।