DoinikBarta_দৈনিকবার্তা DUET

দৈনিকবার্তা-গাজীপুর, ৩১ মার্চ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৬তম জন্মদিবস এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গাজীপুরস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আয়োজিত মঙ্গলবারের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহ্বুবর রহমান। ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এ্যাডভোকেট আজমত উল্লাহ্ খান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বক্তারা স্বার্থ, অর্থ ও ক্ষমতার লোভে যারা বঙ্গন্ধুর আদর্শের পোশাক পরে থাকে, তাদের থেকে সতর্ক থাকার আহবান জানান। বক্তারা তরুণ প্রজন্মকে নিরপেক্ষ না থেকে সত্যের পক্ষে থেকে সুনাগরিক হওয়ার এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার উপর গুরুত্বারোপ করে বলেন, ইতিহাস বঙ্গবন্ধুকে গড়েনি, বঙ্গবন্ধু ইতিহাস গড়েছেন।আলোচনা অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আরো বক্তব্য দেন ডুয়েট ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুম ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।