দৈনিকবার্তা-নীলফামারী, ৩০ মার্চ: লোকসানের অজুহাতে বন্ধ ৮ বছর বন্ধ থাকার পর সৈয়দপুরের আকাশে আবারো উড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান। সৈয়দপুর- ঢাকা রুটের পাশাপাশি অভ্যন্তরীণ ৫টি রুটে আগামি ৬ এপ্রিল থেকে বিমান চলাচলের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৈয়দপুর রুটে সোম, বৃহস্পতি ও শনিবার একটি করে ফ্লাইট চলাচল করবে। ইতোমধ্যে ফ্লাইটের টিকেট বিক্রি শুরু হয়েছে এবং ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স।
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে ৭৪ আসনের দুটি টার্বো প্রোপেলার ড্যাস-৮ কিউ-৪০০ উড়োজাহাজ দিয়ে। ইজিন্ট ইয়ারের সহযেগি সংস্থা স্মার্ট এভিয়েশনের কাছ থেকে এই উড়োজাহাজ পাঁচ বছরের জন্য লিজ নেয়া হয়েছে। এই অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের অভাবে দীর্ঘদিন ফ্লাইট চলাচল বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হলে বিদেশ থেকে আসা যাত্রীরা সহজেই দেশের বিভিন্ন রুটের সঙ্গে আকাশ পথেই সংযুক্ত হতে পারবেন। এতে বিমানের ব্যবসার সঙ্গে সঙ্গে পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে। এদিকে সৈয়দপুর বিমানবন্দরটি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকসেনারা বাঙালিদের আটকিয়ে রেখে এবং নির্যাতন করে বিমানবন্দটি নির্মাণ করেন।
১৯৭৯ সালে আকাশপথে যাতায়াতে উত্তরের গেটওয়ে হিসাবে বাংলাদেশ বিমানের বাণিজ্যিকভাবে ফ্লাইট শুরু হয়। পরে লোকসানের অজুহাতে ২০০৭ সালের ২৩ ফেব্র“য়ারি বিমান চলাচল বন্ধ করে দেয়। ফলে রংপুর বিভাগের ৮টি জেলার যাত্রীরা সরকারি বিমানে যাতায়াতে বঞ্চিত হয়। এ অবস্থায় সৈয়দপুর- ঢাকা রুটে বেসরকারি বিমান ইউনাইটেড এয়ারওয়েজ ও ইউএস বাংলা নামে দুটি বিমান নিয়মিতভাবে চলাচল শুরু করে। তবে বেসরকারি দুটি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করলেও সব শ্রেণির যাত্রীরা সেবা পাচ্ছিলেন না। তাদের উচ্চ মুল্যের টিকিট বিক্রির কারণে যাত্রীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এতে শুধু মাত্র বিত্তবানরা ভোগ করছেন বিমানে ভ্রমনের সুবিধা। বর্তমানে এই বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় পতাবাবাহী বিমান চলাচলের ঘোষণায় এই অঞ্চলের মানুষ আনন্দিত হয়েছে। এতে করে অবহেলিত এই জনপদে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করছেন তারা। বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল শুরু হলে এই অঞ্চলের দৃশ্যপট পাল্টে যাবে। যাত্রীরা সাশ্রয়ী মূল্যে চলচলের সুবিধা ভোগ করতে পারবেন। এ লক্ষ্যে কাজ চলছে বলে তিনি দাবি করেন।