দৈনিকবার্তা-ঢাকা, ৩০ মার্চ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল,বিভাগ অথবা ক্যাম্পাসে র্যাগিং এর ঘটনা ঘটলেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। র্যাগিং এর সঙ্গে জড়িত থাকলে আজীবন বহিষ্কারসহ কঠোর শাস্তির বিধান করেছে বিশ্ববিদ্যালয়টি।সোমবার জাবি কর্তৃপক্ষ র্যাগিং প্রতিরোধে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, র্যাগিং এর মাধ্যমে ব্যক্তির অপূরণীয় শারীরিক-মানসিক ক্ষতি হতে পারে। র্যাগিং নাগরিক অধিকার পরিপন্থী, বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।
এছাড়াওদৈহিক/মানসিক পীড়ন,যে কোনো ধরনের অশোভন আচরণ,কারো অধিকারে হস্তক্ষেপ/কর্তব্যকর্ম থেকে বিরত রাখার চেষ্টা/মত প্রকাশে বাধাদান, জোরপূর্বক কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসী করা বা যেকোনো ধরনের আর্থিক অনাচার, বলপ্রয়োগ, আইনের দৃষ্টিতে অন্যান্য অপরাধ র্যাগিং হিসেবে গণ্য হবে।কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে আরো জানায়, র্যাগিং এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা অধ্যাদেশ অনুযায়ী আজীবন বহিস্কারসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।