দৈনিকবার্তা-ঢাকা, ৩০ মার্চ: ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে সাধ্যমত সহায়তা করবে বলে জানিয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। যারা আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের আশ্বস্ত করে তিনি বলেন, লেভের প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ক্ষমতাসীন দল হিসেবে আমাদের যা সহযোগিতা করার তা করব। নির্বাচন কমিশনের যা যা করার প্রয়োজন তা তারা করবে।
তিনি সোমবার জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক রেজা প্রমুখ বক্তৃতা করেন।মাহবুব-উল আলম হানিফ বলেন, যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ আছে তারা যদি মনে করেন নির্বাচনের ধুয়া তুলে মাঠে প্রতিষ্ঠিত হবেন সেই সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসী-নাশকতাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ি ব্যবস্থা নেবে।
বেগম খালেদা জিয়া অবরুদ্ধ বিএনপি নেতাদের এমন দাবীর সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়াকে কে অবরুদ্ধ করেছে? উনি নিজেই অবরুদ্ধ হয়ে আছেন। আর যদি উনি অবরুদ্ধ থাকেন তাহলে তারেক রহমান ও জামায়াত অবরুদ্ধ করেছে। বেগম খালেদা জিয়া অবরুদ্ধের এই নাটক বন্ধ করুন। আপনি মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছেন। কোনো সুস্থ মানুষ ৩ মাস রাজনৈতিক কার্যালয়ে থাকে না।বিএনপির কোনো যৌক্তিক দাবি নেই এমন দাবি করে তিনি বলেন, জামায়াত-বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের ভোটের অধিকারের ধুয়া তুলে মানুষকে জিম্মি করার চেষ্টা করছে। মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। গত আড়াই মাসে মানুষ পুড়িয়ে হত্যা করে খালেদা জিয়া ও তার পুত্রদের মামলা থেকে বাঁচতে চাইছেন।তিনি বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চান। এ কারণে তিনি ২৬ মার্চ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাননি। শহীদদের যারা হত্যা করেছিল তাদের দোসর খালেদা জিয়া। এই ষড়যন্ত্রকে বাংলার জনগণ প্রতিহত করবে। আপনি মানসিকভাবে প্রস্তুত থাকুন।