দৈনিকবার্তা-ঢাকা, ৩০ মার্চ: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে পালিয়ে থাকা নাশকতাকারীরা বের হয়ে পুনরায় দেশে নৈরাজ্য করার চক্রান্ত করছে।তিনি বলেন, আত্মগোপনে থাকা এ সব পেট্রোলবোমা হামলাকারীরা যাতে নির্বাচনে প্রচার-প্রচারণার নামে নৈরাজ্য করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে হবে।
পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ আজ সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি ও আয়োজক সংগঠনের উপদেষ্টা ডা. খন্দকার ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু প্রমুখ।ড. হাছান মাহমুদ বলেন, সিটি নির্বাচনের মাধ্যমে বিএনপি নিয়মতান্ত্রিক ও নির্বাচনের রাজনীতিতে ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। তাদের কতটুকু জনপ্রিয়তা আছে, তা যাচাই হবে।