dsc_0053_60115_1

দৈনিকবার্তা-ঢাকা, ৩০ মার্চ: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের উদ্যোগে নির্মাতার চোখে অভিনয় শীর্ষক দিনব্যাপী এক সেমিনার সোমবার বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে সেমিনারে ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত এবং বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা ফেরদৌস আহমেদ বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. গোলাম রহমান।উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিভিন্ন দেশের ভৌগলিক সীমারেখা থাকলেও শিক্ষা-সাহিত্য ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে কোন সীমারেখা নেই। তাই মানব সভ্যতাকে এগিয়ে নিতে বিভিন্ন দেশের শিল্পী-সাহিত্যিকদের ঐক্যবদ্ধভাবে সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে হবে।

তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতীয় সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাদের এ সহযোগিতা দু’দেশের সম্পর্ককে চিরস্থায়ী রূপ দিয়েছে।উপাচার্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে এক ও অভিন্ন হিসেবে বর্ণনা করেন এবং দু’দেশের সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধিতে অনন্য অবদান রাখায় অভিনেত্রী ঋতুপূর্ণা সেনগুপ্তকে ধন্যবাদ জানান।অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত দুই বাংলার জনগণের মধ্যে সেতু বন্ধন রচনার ক্ষেত্রে চলচ্চিত্র শিল্পকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে উল্লেখ করেন।তিনি বলেন, দু’বাংলার শিল্পী-কলাকুশলীরা সম্মিলিতভাবে চলচ্চিত্র নির্মাণ করলে আমাদের সাংস্কৃতিক বন্ধন আরও মজবুত হবে।

তিনি নারী পরিচালক ও নারী শিল্পীদের আরও বেশী হারে চলচ্চিত্র শিল্পে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। নারী হিসাবে তিনি নিজেও বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্র নির্মাণে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ শিল্প, সংস্কৃতি, চলচ্চিত্রসহ জীবনের সকল ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য শৃঙ্খলা ও সততার ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, শেখার মধ্য দিয়েই জীবনের প্রতিটি মুহুর্ত অতিবাহিত করতে হবে। দেশের জন্য ভালো কিছু করার লক্ষ্যে ভালো মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।