দৈনিকবার্তা-গাজীপুর, ৩০ মার্চ: গাজীপুরে গুলিতে নিহত শিবির নেতা ফরিদ হোসেনের লাশ বিনাময়নাতদন্তে দাফনের ১৮ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার গাজীপুর মহানগরের পশ্চিম যোগীতলা এলাকার কবর থেকে ময়না তদন্তের জন্য ওই লাশ উত্তোলন করেছে পুলিশ। সে গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ হোসেন আলীর ভাতিজা।
জয়দেবপুর থানার এস আই মনির হোসেন জানান, গত ১৯ মার্চ নিহতের মা ফুলমতি বেগম লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে সোমবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাসরিন উপস্থিতে ফরিদ হোসেনের লাশ তার পারিবারিক গোরস্থান থেকে উত্তোলন করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে মহানগরের চান্দনা এলাকার ল্যাবরেটরী হাইস্কুলের পাশে ফরিদ গুলি বিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১১ মার্চ রাতে ঢাকার একটি হাসপাতালে সে মারা যায় এবং পরদিন ময়নাতদন্ত ছাড়া পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়। নিহত ফরিদ গাজীপুর মহানগরের ১৭ নং ওয়ার্ডের ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলো। সে মহানগরের পশ্চিম যোগীতলা এলাকার নাছির উদ্দিন ওরফে নছু মিয়ার ছেলে। ফরিদ হোসেন চার ভাইয়ের মধ্যে সর্ব কনিষ্ঠ।