khun1- খুন 

দৈনিকবার্তা-গাজীপুর, ৩০ মার্চ: গাজীপুরের কালিয়াকৈরে হাত-পা বেধে এক ব্যাক্তিকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষরা। তার নাম সিরাজুল ইসলাম (৩২)। সে কালিয়াকৈর উপজেলার পূর্বসফিপুর এলাকার মো: হাসমত সর্দারের ছেলে। কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই সাইফুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা সিরাজুল ইসলামকে হাত-পা বেধে রবিবার রাতে এলোপাতাড়ি কুপিয়ে তার বাড়ির পাশে ফেলে যায়। এতে মাথা, হাত ও পায়ে জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।