দৈনিকবার্তা-ঢাকা, ২৯ মার্চ: মাহমুদুর রহমান মান্নার সু-চিকিৎসা নিশ্চিত করতে কারাগার থেকে হাসপাতালে পাঠানোর অনুরোধ জানিয়েছে তার পরিবার। রোববার সকালে গুলশান নিজ বাসভবনে কারাবন্দী অসুস্থ মান্নার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।মান্নার বিরুদ্ধে যে অভিযোগ তা প্রমাণ সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে তার স্ত্রী মেহের নিগার বলেন, আগে সু-চিকিৎসার ব্যবস্থা করা হোক।মান্নার সু-চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে এর পরিণতি ভাল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মান্নার স্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন মান্না। হার্টে ব্লক থাকায় তাকে নিয়ন্ত্রিত চলাফেরা ও খাদ্যগ্রহণ করতে হয়। সম্প্রতি গ্রেপ্তার ও মানসিক নির্যাতনের কারণে তার হার্টের পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে। শুধু তাই নয় তার মেরুদণ্ডে ক্ষয়জনিত সমস্যাও রয়েছে।এ অবস্থায় তাকে রিমান্ডে নেয়া হয়েছে। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে আরো ভেঙে পড়েছেন। তাই সরকারের প্রতি আবেদন জানাই যাতে তার সুচিকিৎসা করা হয়। মেহের নিগার অভিযোগ করে বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে পুলিশের তত্ত্বাবধানে মান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তড়িঘড়ি করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মান্নার শারীরিক অবস্থা নিয়ে তারা পরিবার উদ্বিগ্ন বলেও তিনি জানান।প্রসঙ্গত, সরকার বিরোধী টেলিফোন সংলাপ ফাঁস হওয়ার পর মাহমুদুর রহমান মান্নাকে গত ২৪ ফেব্র“য়ারি আটক করেছে সাদা পোশাকধারী গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে অন্তরীণ আছেন।