দৈনিকবার্তা-ঢাকা, ২৯ মার্চ: সফররত স্পেনের ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী ইনাসিও ইয়ানেজ রুবিও বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি, মুক্ত বাণিজ্যনীতি এবং সরকারের সন্ত্রাস-বিরোধী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে রুবিও এই প্রশংসা করেন।শাহরিয়ার আলম মন্ত্রণালয়ে তার প্রতিপক্ষকে স্বাগত জানিয়ে বলেন, এই সফর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করবে।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।বৈঠকে উভয় পক্ষ দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত আলোচনা অনুষ্ঠানের ব্যাপারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে সম্মত হয়।
বৈঠকে রুবিও মর্যাদাসম্পন্ন ‘উইমেন ইন পার্লামেন্ট এ্যাওয়ার্ড’ পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান।এসময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক সচিব মো. খোরশেদ আলম, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, জাতিসংঘ বিষয়ক মহাপরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও ইউরোপ উইংয়ের মহাপরিচালক মাহবুব হাসান সালেহ উপস্থিত ছিলেন।অন্যদিকে স্পেনের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন স্পেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা মিসেস নূরিয়া রিগোসা, রাষ্ট্রদূত লুইস তেজাদা চাকোন, ঢাকায় স্পেন দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন প্যাট্রিক স্যান্ডোভাল, নয়াদিল্লীতে স্পেন দূতাবাসের সিনিয়র কর্মকর্তা কার্লোস জিমেনেজ প্রমুখ।স্পেনের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ইনাসিও ইয়ানেজ রুবিও আজ সকালে ঢাকায় পৌঁছেন।