Sujonbg_banglanews24_478674487

দৈনিকবার্তা-চট্টগ্রাম, ২৯ মার্চ: নির্বাচন কমিশন যেভাবে দায়িত্ব পালন করার কথা সেভাবে দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ করেছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। বড়বড় রাজনৈতিক দলগুলো অনেক প্রার্থীদের নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত রাখছে মন্তব্য করে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বদিউল আলম। রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রার্থীদের কারণ দর্শানোর নোর্টিশ দিচ্ছে কমিশন। এটা কি যথেষ্ট ভূমিকা হতে পারেনা।কমিশন কঠোর না হলে তাদের ভূমিকা কি? সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ‘সুশাসনের জন্য নাগরিক-সুজন’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সিটি নির্বাচনে ‘নির্বাচন কমিশন সুষ্ঠু ভাবে কাজ করছে না অভিযোগ করে সুজনের সম্পাদক বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের কোন সুযোগ নেই। তা সত্ত্বেও বিভিন্ন দলের পক্ষ থেকে প্রচারণামূলক কাজ করা হচ্ছে। যা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ঠ লঙ্ঘন।প্রার্থীরা যাতে আচরণবিধি মেনে চলে তা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের বলেও মন্তব্য করেন।লিখিত বক্তব্যে সুজন-চট্টগ্রামের সদস্য অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, নির্দলীয় নির্বাচনে প্রার্থীর সংখ্যা বেশি থাকে এবং ভোটারদেরও অনেক পছন্দ থাকে। ফলে তাদের যোগ্যপ্রার্থী খুঁজে পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। যা গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করে নির্বাচিত প্রতিনিধিদের গুণগত মানে পরিবর্তন সাধন করে বলেও মনে করেন তিনি।আখতার কবির বলেন, সিটি কর্পোরেশন বিধিমালার ৪ নম্বর ধারা অনুযায়ী কোনপ্রার্থী ভোট গ্রহণের ২১দিন আগে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারেন না।

কিন্তু আমরা লক্ষ্য করছি নির্বাচনী তফসিল ঘোষণার আগেই কয়েকজন প্রার্থীর পক্ষ থেকে চট্টগ্রামসহ তিন সিটিতে বিলবোর্ড স্থাপন ও পোস্টারিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা করা হচ্ছে। যা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। সংবাদ সম্মেলন থেকে সিটি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শন্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। এছাড়া প্রার্থীরা যাতে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলে সে ব্যাপারে কঠোর ভূমিকা পালন করার জন্য নির্বাচন কমিশনকে এবং সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করা থেকে বিরত থাকার আহবান জানানো হয়।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সুজন-চট্টগ্রামের সম্পাদক অধ্যাপক মু.সিকান্দার খানও উপস্থিত ছিলেন।