দৈনিকবার্তা-ঢাকা, ২৯ মার্চ: সিটি করপোরেশন নির্বাচনের কারণে ২৬ থেকে ২৯ এপ্রিলের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, হরতাল ও অবরোধে যতো বাধাই আসুক, আগামী বুধবার থেকে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।তিনি আরো বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য যে ৪ দিনের পরীক্ষা পেছানো হবে সেগুলোর পুননির্ধারিত তারিখ পরে জানানো হবে।এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ১২ লাখ শিক্ষার্থী অংশ নেবে উল্লেখ করে নাহিদ বলেন, পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে কড়া গোয়েন্দা নজরদারি চলবে সারাদেশে।রোববার সচিবালয়ে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে এক সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ভোট আয়োজনে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষার সূচি পরিবর্তন করা হবে।
নির্বাচন কমিশনের অনুরোধে এই তিন দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন করে দেওয়া হবে। নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।সূচি অনুযায়ী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ এপ্রিল। আর ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে ভোট হবে আগামী ২৮ এপ্রিল।রোজার আগে নির্বাচন শেষ করতে এপ্রিলের শেষ সপ্তাহে পরীক্ষার সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল নির্বাচন কমিশন। তাতে শিক্ষা মন্ত্রণালয়ের সাড়া পেয়েই গত ১৮ মার্চ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।বিএনপি জোটের অবরোধ-হরতালে চলতি এসএসসি ও সমমানের সবগুলো অর্থাৎ, ১৬ দিনের ৩৬৮টি পরীক্ষা পেছাতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষাগুলো নেওয়া হয় ছুটির দিনে, শুক্র ও শনিবার।তবে এ ধরনের রাজনৈতিক কর্মসূচির কারণে যে এসএসসি পরীক্ষা পেছানো হবে না- শিক্ষামন্ত্রী তা আগেই জানিয়ে রেখেছেন।গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে টানা অবরোধ চালিয়ে আসা বিএনপি জোট ফেব্র“য়ারি ও মার্চের বেশিরভাগ সময় ছুটি ছাড়া প্রতিদিনই হরতাল করে এসেছে। স্বাধীনতা দিবসের আগের দিন থেকে নতুন করে হরতাল দেওয়া না হলেও অবরোধ চালিয়ে যাচ্ছে ২০ দলীয় জোট।