বাকৃবি

দৈনিকবার্তা-ময়মনসিংহ, ২৯ মার্চ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসির পদত্যাগ দাবিতে প্রোক্টর ও ছাত্র বিষয়ক উপদেষ্টা, দুটি হলের প্রভোস্টসহ আরও ছয় শিক্ষক প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে এখন পর্যন্ত ৫৯ জন শিক্ষক বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন।রোববার দুপুরে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসে পদত্যাগপত্র জমা দেন।গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক জানান, ভিসির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও নারী কেলেঙ্কারীর ঘটনায় পদত্যাগ দাবি করে প্রশাসনিক পদে থাকা প্রোক্টর প্রফেসর ড. হারুন উর রশিদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা খন্দকার জহিরুল হকসহ ছয় শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন।

উপাচার্যের পদত্যাগের দাবিতে এখন পর্যন্ত ৫৯ জন শিক্ষক বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন।তিনি আরও জানান, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রোববার প্রোক্টর ও ছাত্রবিষয়ক উপদেষ্টা, দুটি হলের প্রভোস্টসহ আরওে ছয় শিক্ষক প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন।প্রোক্টর প্রফেসর ড. হারুন উর রশিদ জানান, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা যেন উপাচার্যকে সহযোগিতা না করে সেজন্য তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।